More
    HomeখবরNabanna Avijan রাত পোহালেই বিজেপির নবান্ন অভিযান, তার আগেই ট্যুইটে বিস্ফোরক অমিত।

    Nabanna Avijan রাত পোহালেই বিজেপির নবান্ন অভিযান, তার আগেই ট্যুইটে বিস্ফোরক অমিত।

    Today Kolkata:– আর কয়েক ঘণ্টা বাকি। এরপর রাত পোহালেই বিজেপির নবান্ন অভিযান (Nabanna Avijan)। এই কর্মসূচিতে সফল করতে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। তবে এই অভিযানের ঠিক আগেই ট্যুইটে বিস্ফোরক বিজেপির আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য৷ অমিত মালব্য লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে এসএসসি কেলেঙ্কারি, ব্যাপক দুর্নীতি এবং লুটপাট চলছে। এর বিরুদ্ধে বাংলায় বিজেপির নব্বান অভিযানের ব্যাপক প্রতিক্রিয়া দেখেই বিজেপি কর্মীদের কলকাতায় পৌঁছতে বাধা দেওয়া হচ্ছে।” এমনই বিস্ফোরক দাবি করেছেন তিনি। অপর এক ট্যুইটে লিখেছেন, “১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন কলকাতা এবং তার আশেপাশের প্রায় সব আদালতের আইনজীবীরা আদালতে না যাওয়ার জন্য একটি রেজলিউশন পাশ করেছেন। তাঁদের মধ্যে কয়েকজন আন্দোলনেরও অংশ নিতে চলেছেন।”

    একই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে টুইটে তাঁর দাবি, “বিজেপির অভিযানের প্রতিক্রিয়ায় সরকার ভীত৷”
    একই সুর শোনা গেল বিজেপির শুভেন্দু অধিকারীর গলাতেও। ১৩ সেপ্টেম্বর যা হতে চলেছে ৭৫ বছরে বাংলায় এই দৃশ্য কেউ দেখেনি। দাবি বিরোধী দলনেতা শুভেন্দুর। এই প্রসঙ্গে বামেদের কাছে শুভেন্দুর বার্তা, “সিজিও গিয়ে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করতে হলে আমাদের সঙ্গে ১৩ সেপ্টেম্বর নবান্ন চলুন”। নবান্ন অভিযানকে সামনে রেখে হুগলির পাণ্ডুয়ায় প্রকাশ্য সমাবেশ থেকে রবিবার বামেদের এই আহ্বান জানান শুভেন্দু। সবমিলিয়ে বিজেপির নবান্ন অভিযান নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

    Nabanna Avijan রাত পোহালেই বিজেপির নবান্ন অভিযান, তার আগেই ট্যুইটে বিস্ফোরক অমিত।

    Uttarakhand poison wine ভোট দেওয়ার পুরস্কার, উত্তরাখণ্ড নেতার দেওয়া মদ খেয়ে মৃত্যু ৭ জনের।

    Primary recruitment পুজোর পরেই ‘প্রাথমিকে’ নিয়োগ! বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষকের চাকরি।

    MORE NEWS – সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক শ্যালিকা মেনকা।

    ফের মেনকা গম্ভটাকে তলব ইডির। সেইমতো কয়লা পাচার-কাণ্ডে তলব পেয়ে সোমবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। এদিন দুপুর ১২ টা ৩৫ নাগাদ ইডির অফিসে পনাগাদ মেনকা এর আগে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে তলব করা হয়েছিল বলে দাবি তাঁকের। সেই মতো রবিবার রাত সাড়ে ১২টার কিছু সময় আগেই আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে যান তিনি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments