More
    Homeখবরগোবরডাঙায় গৃহবধূকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার স্বামী ও শ্বশুর।

    গোবরডাঙায় গৃহবধূকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার স্বামী ও শ্বশুর।

    গোবরডাঙা, উত্তর ২৪ পরগনা:- এই জেলার গোবরডাঙা থানার অন্তর্গত সুভাষপল্লীর বাসিন্দা এক গৃহবধূকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরকে। আশীষ চক্রবর্ত্তীর কন্যা প্রীতি চক্রবর্তী সঙ্গে ষষ্ঠীতলার বাসিন্দা অনুপ মুখার্জির পুত্র অভিষেক মুখার্জির সামাজিক মতে বিয়ে হয় ১৩ মার্চ ২০২১। কিন্তু দুর্ভাগ্যের বছর ঘুরতে না ঘুরতেই নববধূকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ জানান মৃতার বাপের বাড়ির লোকেরা। তাদের অভিযোগ, বিয়ে হওয়ার পর থেকেই ঝামেলা লেগেই থাকত। খবরে প্রকাশ, বৃহস্পতিবার ওই গৃহবধূকে খাবারের সাথে বিষ খাইয়ে দেওয়া হয়।

    এরপর ওই গৃহবধূ অসুস্থ হওয়ায় স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর বাপের বাড়ির লোকজনকে খবর দিয়ে বলা হয় তাদের মেয়ে অসুস্থ হয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছে। গৃহবধূ প্রীতির বাবা-মা গিয়ে দেখেন তাদের মেয়ে মারা গেছে। এরপর মৃত প্রীতির বাড়ির লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় গোবরডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মৃতের বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে স্বামী ও শ্বশুরকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ধৃত স্বামী ও শ্বশুরকে বারাসাত আদালতে পেশ করা হয়।গোবরডাঙায়,গোবরডাঙায়

    গোবরডাঙায় গৃহবধূকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার স্বামী ও শ্বশুর।

    MORE NEWS – জয়পুরের জঙ্গলে এক দাতালের আগমণ, আতঙ্কে কৃষকরা।

    বাঁকুড়া:- বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলে সকাল হতেই “এক দাঁতাল হাতি প্রবেশ করলো। এই হাতির আগমনে চিন্তিত আলু চাষীরা । জয়পুর, বিষ্ণুপুর, জঙ্গল লাগোয়া জমিতে এখন ভোরবেলা থেকেই জোর-কদমে চলছে আলু তোলার কাজ, তারপর জঙ্গলের মাঝখানে থাকা রাস্তা দিয়ে পাড়া-পাড় করতে হয় সারাদিন এই চাষীদের। কিন্তু হটাৎ এই হাতির আগমনে স্বাভাবিক ভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই মুহুর্তে বিষ্ণুপুর রেঞ্জের কোসির জঙ্গলে রয়েছে এই দাঁতাল হাতিটি, CONTINUE READING

    রামপুরহাটের বগটুই ঘটনার পর রাজ্যের সমস্ত থানার পুলিশ কর্মীদের এলাকায় অভিযান চালিয়ে বোম, পিস্তল গুলি বারুদ উদ্ধারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    দেওয়ান তলার বহু শতাব্দীর ঐতিহ্যবাহী দেওয়ান গাজিবাবার সম্প্রীতির মেলা যাত্রাপালা ও সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হলো।

    স্কুল পোশাক সেলাইয়ের কাজ না পেয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments