More
    Homeঅনান্যফের উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ভদ্রকালী এলাকা।

    ফের উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ভদ্রকালী এলাকা।

    Today Kolkata:- ফের উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ভদ্রকালী এলাকা। ফের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চলল গুলি। ছোররা গুলিতে জখম বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এলাকায় উত্তেজনা রয়েছে।জানা গেছে খোলাই ও দায়মুল এর মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকা দখল নিয়ে বিবাদ চলছিল। সোমবার রাতে কোনো এক কারণে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। চলে গুলি।।। গুলিতে জখম বেশকয়েজন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। বর্তমানে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

    ফের উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ভদ্রকালী এলাকা।

    MORE NEWS – প্রাপ্ত বয়স্কদের ন্যাশনাল অ্যাথলেটিকস মিট হেঁটে সোনা জিতলেন মালদার গৃহবধূ।

    মালদা:- 19 বছর ধরে খেলাধুলার সাথে যুক্ত ছিলেন না তিনি। খেলাধুলার সব থাকলেও সাংসারিক চাপে খেলা করা যেত না। তবে ইচ্ছে থাকলে মানুষ একদিন সফল হতে পারে। তাই তিন বছর আগে আবার খেলাধুলায় অনুশীলন শুরু করেছিলেন। আর তাতেই সাফল্য। ঘরে এবং বাইরে কাজ সামলে প্রাপ্ত বয়স্কদের ন্যাশনাল অ্যাথলেটিকস মিট হেঁটে সোনা জিতলেন মালদার গৃহবধূ 38 বছরের তনুশ্রী লালা। বাড়ি ইংরেজবাজার শহরের কৃষ্ণ পল্লী এলাকায়। স্বামীর সুব্রত লালা পেশায় বেসরকারি কর্মী। সম্প্রীতি চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়াম 42 তম ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় সেখানে তনুশ্রী 5 কিলোমিটার হাঁটা এবং 15 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাঁটা প্রতিযোগিতায় তিনি সোনা পান দৌড়ে ব্রোঞ্জ পদক। স্বামী দুই ছেলেকে নিয়ে তার পরিবার। CONTINUE READING

    ইংরেজ বাজার শহরের কৃষ্ণপল্লি সাব ওয়েগেট সংলগ্ন রেললাইন ধার থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার।

    সালার ডাকবাংলো মাঠে বিধায়ক হুমায়ুন কবিরের উপস্থিতে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান।

    বট ও পাকুড় গাছের এক সাথে জন্ম তুলসী থানের উপরে সেই গাছের বিয়ে দিলেন এক ব্যাক্তি।

    অশনি ঝড় নিয়ে আজ দমকল মন্ত্রী সুজিত বোস তার আধিকারিকদের নিয়ে বিকাশ ভবনের দমকল দফতরে মিটিং করেন।

    Online অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ, সল্টলেক রবীন্দ্রভারতী ক্যাম্পাসের সামনে।

    ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments