More
    Homeখবররাজ্য সড়কের ধারে জনবহুল এলাকায় দোকান থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য।

    রাজ্য সড়কের ধারে জনবহুল এলাকায় দোকান থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য।

    Today Kolkata:- এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই এর হালদারদীঘি চুরির সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ল পাশের দোকানে থাকা সিসি ক্যামেরায়, একেবারে নতুন কায়দায় প্রকাশ্য লোকালয় এলাকায় দোকান থেকে টাকা চুরির ঘটনা, জানা যায় দোকানে মাল কিনতে আসে এক ব্যাক্তি তার পরে আরো ৩ ব্যাক্তি, একদিকে একজন মালের দরদাম করতে থাকে। অন্যরা পাশাপাশি দোকানে অপেক্ষা করছিল, ক্রেতা মালটি নিয়ে দোকানদারকে কম টাকা দিয়েই দ্রুত বেরিয়ে যান। দোকানদার টাকা কম দিয়েছে বলে তার পিছু পিছু যায়। এদিকে অপেক্ষারত অন্য দলটি একেবারে অভিনব কায়দায় দোকনে ঢুকে দোকানের ড্রয়ারে রাখা সমস্ত টাকা নিয়ে চম্পট দেয়, দোকানের মালিক ফিরে এসে দেখেন ড্রয়ার ফাঁকা। সমস্ত ঘটনাটি পাশের মোবাইল দোকানে থাকা সিসি ক্যামেরায় ফুটে উঠে। ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে সিসিটিভি ফুটেজ সহ অভিযোগ জানিয়েছেন দোকান মালিক শুভ্রা বক্সী। গেয়ে পুলিশ তদন্তে নেমেছে। এই ঘটনার পরেই এলাকার দোকানদাররা আতঙ্কিত হয়ে পড়েছেন। রাজ্য সড়কের,রাজ্য সড়কের

    রাজ্য সড়কের ধারে জনবহুল এলাকায় দোকান থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য।

    MORE NEWS – জঙ্গলমহলে জারি হয়েছে হাই এলার্ট, সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।

    ঝাড়গ্রাম:- জঙ্গলমহলে জারি হয়েছে হাই এলার্ট। সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। এরই মধ্যে ঝাড়গ্রাম থানার অন্তর্গত মানিকপাড়া বিট হাউসের মানিকপাড়া রামকৃষ্ণ বাজারে রাতের অন্ধকারে উদ্ধার হলো মাওবাদী নামাঙ্কিত পোস্টার। পোস্টার গুলিতে লাল কালিতে লেখা রয়েছে, ” কিশান জি অমর রহে, এতদিন তৃণমূল খেলেছে জনগণের সাথে, এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতার সাথে ” নিচে লেখা রয়েছে মাওবাদী। শনিবার সকালে এই পোস্টার দেখে রীতিমতো আতঙ্ক ছড়ায় মানিকপাড়ায়। মাওবাদী নামাঙ্কিত পোস্টারের খবর পুলিশের কানে আসতেই রামকৃষ্ণ বাজারে পৌঁছায় মানিকপাড়া বিট হাউসের পুলিশ। পুলিশকর্মীরা মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলোকে ছিঁড়ে ফেলে বলে জানা গিয়েছে। CONTINUE READING

    Body builder বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়লো এক মহিলা স্বাস্থ্যকর্মী।

    Kolkata কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা।

    অলচিকি মাধ্যমে পঠন-পাঠন শুরু করে ভবিষ্যৎ অন্ধকারের মুখে অলচিকি মাধ্যমের ছাত্র-ছাত্রীদের।

    পার্ক সার্কাস সেভেন পয়েন্টএ পুলিশকর্মীদের ওআরএস ও ছাতা বিতরণ পুলিশ কমিশনারের।

    বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টার অভিযোগ অষ্টম শ্রেণির ছাত্রীকে এলাকায় চাঞ্চল্য মালদহে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments