More
    HomeখবরPartha Chatterjee এবছর স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের ব্যস্ততার কী করলেন পার্থ?

    Partha Chatterjee এবছর স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের ব্যস্ততার কী করলেন পার্থ?

    Today Kolkata:- Partha Chatterjee  গত বছর স্বাধীনতা দিবসের দিন ব্যস্ততার মধ্যে কেটেছে তাঁর। তিনি ছিলেন রাজ্যের ব্যস্ত এবং ওজনদার মন্ত্রী। কিন্ত এবছর ছবিটা একেবারে অন্য। পার্থ চট্টোপাধ্যায় এখন ‘প্রাক্তন’ মন্ত্রী। বর্তমানে তিনি কারান্তরালে। সোমবার, দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষে নিজের সেলে বিগত বছরগুলির স্বাধীনতা দিবসের স্মৃতি রোমন্থন করেছেন পার্থ। যাঁদের সঙ্গে দেখা হয়েছে, আক্ষেপের সুরে তাঁদের বলেছেন, এই দিনটায় তিনি কতটা ব্যস্ত থাকতেন! কত জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করতে যেতে হত। জেল সূত্রের খবর, স্বাধীনতা দিবসে মেনু ছিল ‘বিশেষ’। পার্থের মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, শাকভাজা, আলু-পটলের কষা কষা তরকারি, সর্ষেবাটা দিয়ে কাতলা মাছের কালিয়া।

    তার সঙ্গে ছিল কাজু-কিশমিশ-আমসত্ত্ব দিয়ে চাটনি। আর শেষপাতের মিষ্টিমুখে রসগোল্লা এবং এক হাতা বোঁদে। পার্থ সব ‘আইটেম’-ই খেয়েছেন। তবে সে ব্যবস্থা তাঁর একার জন্য ছিল না। সংশোধনাগারের বাকি আবাসিকদের মেনুও ছিল একই। এসএসসি-দুর্নীতিতে অভিযুক্ত হয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হওয়ার কিছুদিন পর থেকে পার্থক প্রেসিডেন্সি সংশোধনাগারেই রয়েছেন। জেল সূত্রের খবর, পার্থের দিন কাটছে মূলত বই পড়ে আর সেল-এর বাইরে দিনের বেলা খানিকটা ঘোরাঘুরি করে। সেলের সামনেই স্নানের জায়গা রয়েছে। সেখানেই রোজ স্নান সারেন প্রাক্তন মন্ত্রী। স্বাধীনতা দিবসের দিনও এইভাবেই কেটেছে তাঁর।

    Partha Chatterjee এবছর স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের ব্যস্ততার কী করলেন পার্থ?

    Suvendu Adhikari “উপকুলবর্তী গ্রামগুলির চরম দুর্ভোগে থাকা মানুষদের সাহায্য করুন” শুভেন্দু।

    Birbhum Zila Police তালিকা তৈরি, এবার গরুপাচারে ‘জড়িত’ পুলিশকর্মীদের ডাক পড়তে পারে।

    Weather Update Digha দিঘার উপকূলের গভীর নিম্নচাপের জেরে ভাসতে পারে দুই জেলা! পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    MORE NEWS – স্বাধীনতা দিবসে স্বপ্নের ভারত গড়ার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর।

    West Bengal Chif Minister “ভারতের জন্য আমার স্বপ্ন আছে। মানুষের জন্য আমি এমন একটি দেশ গড়তে চাই, যেখানে ক্ষুধার্ত কেউ থাকবে না। কোনও মহিলা নিরাপত্তাহীনতায় ভুগবে না। যেখানে শিশু শিক্ষার আলো দেখবে। আসমুদ্র-হিমাচলে কোনও জাতিগত বৈষম্য থাকবে না, কোনও শক্তি মানুষের মধ্যে ভেদাভেদ করবে না। এটাই আমার স্বপ্নের ভারত।” দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে সমগ্র দেশবাসীকে জানালেন নিজের স্বপ্নের ভারত কেমন হবে! CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments