More
    Homeঅনান্যPrimary TET পুজোর পরে রাজ্যে প্রাইমারি টেট!

    Primary TET পুজোর পরে রাজ্যে প্রাইমারি টেট!

    Today kolkata:- রাজ্যে ফের নয়া করে টেট পরীক্ষার সবুজ সংকেত দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নব নিযুক্ত সভাপতি। পুজোর পরেই রাজ্যে প্রাথমিকের টেটের সম্ভাবনা, অন্তত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রস্তুতি তেমনটাই। দীর্ঘ ৫ বছরের পর ফের রাজ্যে নয়া করে প্রাইমারি টেট (Primary TET) ফর্ম ফিলাপ নেওয়ার জোরকদমে প্রস্তুতি চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক। পুজোর পরে পরীক্ষা হলে, কোন জেলায় কত পরীক্ষাকেন্দ্র পাওয়া যেতে পারে, ইতিমধ্যেই তার তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ভেন্যু-সহ কতজন প্রার্থী পরীক্ষা দিতে পারবেন, তার সংখ্যাও চাওয়া হয়েছে ৯ সেপ্টেম্বরের মধ্যে। অর্থাৎ পুজোর আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের নব গঠিত অ্যাডহক কমিটি বৈঠকে বসতে পারে।

    সেই বৈঠকেই টেট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। টেট কমিটি সূত্রে জানা গিয়েছে, টেট পরীক্ষার ক্ষেত্রে আবেদন পত্র নেওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বেশ কিছু বদল আনতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “প্রস্তুতি চলছে। আমরা মনে করছি টেট-এ কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। তাই সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। দ্রুত পরীক্ষার দিনক্ষণ জানানো হবে।”

    Primary TET পুজোর পরে রাজ্যে প্রাইমারি টেট!

    Partha Mamata Banerjee : ১১ বছর বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশে বসতেন পার্থ ! এখন ফাঁকাই রয়েছে আসনটি

    CBI & Partha রং মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক! পার্থর ভাগ্নি জামাইয়ের বিপুল সম্পত্তিতেও নজর সিবিআইয়ের।

    Lakshmir Bhandar নজর কাড়বে ‘লক্ষ্মীর ভান্ডার’! দুর্গাপুজো পদযাত্রার ১৭ দফা গাইডলাইন জারি নবান্নের।

    Indian economy বৃহৎ অর্থনীতির দৌড়ে মার্কিন যুক্তরাজ্যকে পিছিয়ে পঞ্চমে ভারত।

    MORE NEWS – নাচব নাকি ডেকেছে বলে?’ অভিষেককে ইডির তলব শুনে প্রতিক্রিয়া অনুব্রতর।

    কিন্তু পুরনো একটি মামলায় বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগর এমপি–এমএলএ আদালতে আনা হয় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। আসার পথে স্বমেজাজে ছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। যা তাঁর মন্তব্য থেকে প্রমাণিত। আদালতে ঢোকার মুখে এদিন সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করে, ”অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। কী বলবেন?” প্রশ্ন শুনেই রীতিমতো রুষ্ট হন অনুব্রত। তাঁর সটান জবাব, ”নাচব? নাচব নাকি ডেকেছে বলে?” এরপরই গটগট করে আদালতে ঢুকে যান কেষ্ট। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments