More
    HomeখবরVisva Bharati বিশ্বভারতী ছাত্র আবাসনে ছাত্র মৃত্যু ঘিরে রণক্ষেত্র, উপচার্য নিরপত্তা চেয়ে...

    Visva Bharati বিশ্বভারতী ছাত্র আবাসনে ছাত্র মৃত্যু ঘিরে রণক্ষেত্র, উপচার্য নিরপত্তা চেয়ে টুইট রাজ্যপালের।

    শান্তিনিকেতন:- বিশ্বভারতী ছাত্র আবাসনে মৃত্যু ঘিরে রণক্ষেত্র রুপ নিল। একদিকে রাজ্যের রাজ্যপাল জগদ্বীপ ধনকর তার অফিসিয়াল টুইট হ্যান্ডেল থেকে টুইট করে, বলছেন যে বিশ্বভারতীর উপচার্য বাড়িতে নিরপত্তা নেই। রাজ্যপালের টুইট করার আগের ঘটনা দেখা গেছে যে। বিশ্বভারতী ছাত্র অসীম দাসের মৃত্য দেহে আনা হয় বিশ্বভারতী ক্যাম্পসে, এমনকী শান্তিনিকেতন থানার সামনে দেহ রেখে বিক্ষোভ দেখানো হয়।এরপর বিশ্বভারতী উপচার্য গৃহ পূর্বিতার সামনের লোহার গেট ভেঙে দিয়ে ক্ষুদ্ধ ছাত্র ছাত্রীরা ঢুকে পরে। এই দাবিতে যে মৃত্য ছাত্রের দেহে মাল্যদান বা শেস শ্রদ্ধা করা হোক, কিন্তু তা না করেতেই বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর উপাচার্য ঘনিষ্ট কয়েক জন একাধিক বাইক নিয়ে উপচার্য গৃহের সামনে আসে আর ছাত্র ছাত্রীদের সাথে বচসা এ ধস্তাধস্তি তে জড়িয়ে পড়ে। ঘটনা স্থলে উপস্তিত হয় শান্তিনিকেতন থানার পুলিশ ,রাজীব ঝা সহ বেশ কয়েক জন কে আটক করে পুলিস। মধ্যরাতে চলছে বিক্ষোভ শান্তিনিকেতন থানার তরফে প্রচুর পুলিস মোতায়ন করছে পরিস্তিতি নিয়ন্ত্রনের জন্য। Visva Bharati,Visva Bharati

    Visva Bharati বিশ্বভারতী ছাত্র আবাসনে ছাত্র মৃত্যু ঘিরে রণক্ষেত্র, উপচার্য নিরপত্তা চেয়ে টুইট রাজ্যপালের।

    MORE NEWS – নামকরা অনলাইন সংস্থার ডেলিভারি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।

    মালদা, ২২ এপ্রিল:-  একটি নামকরা অনলাইন সংস্থার ডেলিভারি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাধাপুকুর স্ট্যান্ড এলাকায়। এদিন রাতে অফিসে ঢুকে দুষ্কৃতীরা রীতিমতো ওই ডেলিভারি অফিসের কর্মী থেকে নৈশপ্রহরী সকলকে ব্যাপক মারধর করছে এমন ছবিও সিসি ক্যামেরার ফুটেজে ধরা পরেছে। পুরো বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছে ওই সংস্থার কর্মীরা। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে নি। যার ফলে ওই ডেলিভারি সংস্থার কর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এমনকি তারা এই অফিস সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছেন। পাশাপাশি দুষ্কৃতীদের ক্রমাগত এই তাণ্ডবের জেরে ওই সংস্থার অফিস আপাতত বন্ধ রেখেছেন আতঙ্কিত কর্মীরা। CONTINUE READING

    হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়ে নজির গোরলেন বামনগোলা থানার পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি।

    লোন নিয়ে গাড়ি কিনে 45 হাজার টাকার চেক বাউন্স হওয়ায় শোরুমের মধ্যেই মেরে ঝুলিয়ে দিলো শোরুম কর্তৃপক্ষ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments