More
    Homeখবরযার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বেলডাঙা থানার হিজলি...

    যার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বেলডাঙা থানার হিজলি মাঠপাড়া এলাকায়।

    Today Kolkata:- মুর্শিদাবাদ জেলা বেলডাঙা থানার অন্তর্গত হিজলি মাঠপাড়া এলাকায় শনিবার সকালে যার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এদিন সকালে এলাকাবাসীরা একটি বাড়ির পিছনে যার ভর্তি তাজা বোমা দেখতে পেলে তাদের সন্দেহ হয়। তারা তৎক্ষণাৎ বেলডাঙ্গা থানায় খবর দেয় এবং বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে যার ভর্তি তাজা বোমা উদ্ধার করে, এবং সেই বোমা গুলি নিষ্ক্রিয় করবার জন্য মুর্শিদাবাদ জেলা বোম ডিসপোজ স্কোয়ার্ডকে খবর দেয়। তবে কে বা কারা কি উদ্দেশ্যে ওই বোমা-গুলি মজুদ করে রেখেছিল তা এখনো স্পষ্ট নয়, পাশাপাশি ওই যার এর মধ্যে কতগুলি বোমা রয়েছে তা এখনো জানা যায়নি। সামগ্রিক ঘটনার তদন্ত এরই মধ্যে শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়।

    যার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বেলডাঙা থানার হিজলি মাঠপাড়া এলাকায়।

    MORE NEWS – অলচিকি মাধ্যমে পঠন-পাঠন শুরু করে ভবিষ্যৎ অন্ধকারের মুখে অলচিকি মাধ্যমের ছাত্র-ছাত্রীদের।

    ঝাড়গ্রাম:- অলচিকি মাধ্যমে পঠন-পাঠন শুরু করে ভবিষ্যৎ অন্ধকারের মুখে অলচিকি মাধ্যমের ছাত্র-ছাত্রীদের। অবিলম্বে অলচিকি মাধ্যমে উচ্চ বিদ্যালয় চালু করার দাবিতে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের স্কুলের মধ্যে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করলো অলচিকি মাধ্যমে পড়া ছাত্র-ছাত্রীর অভিভাবকরা। শুক্রবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের শাবলমারা গ্রামের শাবলমারা প্রাথমিক বিদ্যালয় এর ঘটনা । জানা গিয়েছে, শাবলমারা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমের পাশাপাশি অলচিকি মাধ্যমেও পঠন-পাঠনের ব্যবস্থা রয়েছে। বাংলা মাধ্যমে যে সকল ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছিল তারা পঞ্চম শ্রেণি পাশ করার পর হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে যায়। CONTINUE RADING

    Body builder বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়লো এক মহিলা স্বাস্থ্যকর্মী।

    Sonarpur সোনারপুরে প্রকাশ্যে দিনের আলোয় গুলি চালানোর ঘটনায় একাকায় চাঞ্চল্য।

    জমজ দুই ভাইয়ের একসাথে আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নৈহাটি পৌরসভা এলাকায়।

    মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য গড়বেতার গনগনিতে।

    হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়ে নজির গোরলেন বামনগোলা থানার পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি।

    মহিলাদের উপর অত্যাচার থেকে বারাসাত জেলা পুলিশ নামাচ্ছে শহরে উইনার্স বাহিনী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments