More
    Homeঅনান্যWeather Strom সাত জেলায় ঝড়বৃষ্টি , রবিবার থেকে আবার স্বমহিমায় ফিরছে...

    Weather Strom সাত জেলায় ঝড়বৃষ্টি , রবিবার থেকে আবার স্বমহিমায় ফিরছে কালবৈশাখী।

    Today Kolkata:- Weather Strom চৈত্র মাসের গোড়াতেই কালবৈশাখীর দাপটে ঝড়বৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টির সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে ঝোড়ো হাওয়াও। কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে (South Bengal) কিছু দিনের জন্য ঝড়জল বিরাম নিয়েছিল। রবিবার থেকে আবার স্বমহিমায় ফিরছে কালবৈশাখী। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও সাত জেলায় ঝড়বৃষ্টি হতে পারে।
    ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস , আগামী ৩০ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করতে চলেছে। এই ঝঞ্ঝা ক্রমশ পূর্ব দিকে এগোবে। এছাড়া, ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখা তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই কারণেই দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

    Weather Strom সাত জেলায় ঝড়বৃষ্টি , রবিবার থেকে আবার স্বমহিমায় ফিরছে কালবৈশাখী।

     নিয়োগ দুর্নীতিতে শুভেন্দুর যোগ রয়েছে দাবি করে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছেন কুণাল ঘোষ MORE NEWS – গরু, কয়লা পাচারকাণ্ডে যোগ ! এবার আরও বড় দুর্নীতিতে নাম অনুব্রত মণ্ডলের ? গরু পাচারকাণ্ডে যোগ ! এবার আরও বড় দুর্নীতিতে নাম অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ? গরু পাচার, কয়লা পাচারের পর এবার কি নিয়োগ দুর্নীতিতেও জড়িয়ে যাবে অনুব্রত মণ্ডলের নাম ? সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রোমোটার প্রযোজক অয়ন শীল (Ayan Shil)। তার গ্রেফতারির পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এসেছে ইডির হাতে। শুধু শিক্ষক নিয়োগ নয়, রাজ্য জুড়ে বিভিন্ন পুরসভার নিয়োগেও আবাধে দুর্নীতি করে বেড়িয়েছেন এই অয়ন। এবার সেই দুর্নীতিতে অয়ন অনুব্রত যোগের সম্ভাবনা রয়েছে বলে ইডি সূত্রে খবর। CONTINUE READING MORE NEWS – কিছু এমন গ্রহাণু রয়েছে, যেগুলি এই পৃথিবীতে এলে রাতারাতি বড়লোক মানবজাতি ! গ্রহাণু (Asteroid ) শব্দটা শুনলেই যেন অনেকের ভ্রুকুঞ্চিত হয়। অনেকেই ভাবতে থাকেন, মহাকাশ থেকে আসা এমন এক বিরাট পাথরের চাঁই যা পৃথিবীতে পড়লে বড়সড় কিছু ঘটতে পারে। পৃথিবীতে একদিন তো গ্রহাণু নেমে আসার ফলেই ডাইনোসররা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। গ্রহাণু (Asteroid ) সম্পর্কে মানুষের ধারণাটাই এমন যে, কেউ ভাবতে পারেন না এই স্পেস রক মানবজাতির ভালও করতে পারে। CONTINUE READING
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments