More
    Homeখবর২০৪ তম বর্ষে পদার্পণ করলো পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল রাজবাড়ি রথযাত্রা।

    ২০৪ তম বর্ষে পদার্পণ করলো পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল রাজবাড়ি রথযাত্রা।

    Today Kolkata:- ২০৪ তম বর্ষে পদার্পণ করলো পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল রাজবাড়ি রথযাত্রা। অতীতে রামনবমীর দিনে, সপরিবার রামচন্দ্র-কে নিয়ে এই রথ যাত্রার সূচনা করেছিলেন রাজা মোহনলাল খাঁন। করোনা অতিমারীর কারণে প্রাচীন এই রথযাত্রা গত দুই বছর বন্ধ থাকার পর চলতি বছরে গতকাল আবার সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। নাড়াজোল রাজবাড়ি থেকে সুসজ্জিত রথে চেপে প্রভু রামচন্দ্র লঙ্কাগড় পর্যন্ত যাত্রা করেছেন। পরে সেখানে জলহরিতে রীতি মেনে বিগ্রহের পূজার আয়োজন করা হয়েছে। তারপরে রাতেই আবার লঙ্কাগড় থেকে নাড়াজোল রাজবাড়ি -তে সুসজ্জিত রথ ফিরে আসে। এই রথযাত্রা কে কেন্দ্র করে দাসপুরের মানুষের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। আধুনিক প্রযুক্তির আলো, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র, হরিনাম সংকীর্তন এই রথযাত্রার অন্যতম আকর্ষণ। গতকাল অষ্টমী তিথিতে রামচন্দ্রের বিগ্রহকে নতুন পোশাক পড়ানো হয়, এবং ‘দোহরি ভোগ’ দেওয়া হয়েছিল। আজ প্রাচীন রীতি মেনেই নাড়াজোল রাজবাড়ির রথযাত্রা অনুষ্ঠিত হবে।

    ২০৪ তম বর্ষে পদার্পণ করলো পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল রাজবাড়ি রথযাত্রা।

    MORE NEWS – ৪০ হাজার দিলে মিলবে দ্বিগুন অর্থের ইমারতি দ্রব্য, পরে ফাঁস আসল পর্দা কাকদ্বীপে গ্রেপ্তার প্রতারক।

    Today Kolkata:- কাকদ্বীপ থানার কাশিনগরের এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর নামে অফিস করে কোটি কোটি টাকা প্রতারণা করে অরিন্দম পন্ডা নামে এক যুবক।14 থেকে 15 হাজার মানুষের সঙ্গে প্রতারণা করে। আর এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত ছিল বহু শিক্ষক পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সদস্য এলাকার প্রধান উপপ্রধান। আর এই অভিযোগ পাওয়ার পর দমদম এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি নির্দেশে কাকদ্বীপ এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি নেতৃত্বে স্পেশাল পুলিশ ফোর্স। ওই ব্যক্তিকে আজ কাকদ্বীপ ফৌজদারি আদালতে তোলা হবে। সাগর কাকদ্বীপ নামখানা সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এজেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা তোলে। CONTINUE READING

    বাবাধাম দেওঘরে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনায় মৃত 2, গুরুতর আহত 8 জন ।

    অবশেষে গ্রেপ্তার মগরাহাট জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত জানে আলম।

    সম্প্রীতির অনন্য নজির, একই জায়গায় রক্ষাকালী, শিব ও পীর বাবা পূজিত হন।

    জাতীয় জরীপ দিবস পালিত হলো করণদিঘীতে।

    স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন সহ সজল ধারা জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন।

    হোটেল সম্প্রসারণের জন্য বস্তি দখলের চেষ্টা, বিদ্যুৎ, পানীয়জল বন্ধ করে বস্তিবাসীকে হেনস্থার অভিযোগ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments