More
    Homeঅনান্যMalda Rail Police এক রক্তাক্ত অবস্থায় রেল যাত্রীকে উদ্ধার করল মালদা রেল...

    Malda Rail Police এক রক্তাক্ত অবস্থায় রেল যাত্রীকে উদ্ধার করল মালদা রেল পুলিশ।

    মালদা:- মালদা টাউন স্টেশন থেকে এক রক্তাক্ত অবস্থায় রেল যাত্রীকে উদ্ধার করল মালদা রেল পুলিশ (Malda Rail Police)। চিকিৎসার জন্য আনা হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় রেল পুলিশ সূত্রে জানা যায় আজ সকাল ১০ টার সময় মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ট্রেনের ভেতরে এক রেল যাত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় অন্যান্য যাত্রীরা। খবর দেওয়া হয় রেল পুলিশ কে। রেল পুলিশ এসে তৈরি করে উদ্ধার করে প্রথমে মালদা রেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই রেল যাত্রী। তবে এখনো পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

    Malda Rail Police এক রক্তাক্ত অবস্থায় রেল যাত্রীকে উদ্ধার করল মালদা রেল পুলিশ।

    MORE NEWS – জাতীয় সরকের পাশের নয়ানজুলিতে মিললো ক্ষতবিক্ষত দেহ।

    জাতীয় সরকের পাশের নয়ানজুলিতে মিললো ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা (Baishnabnagar Thana) এলাকার ঘোষানীমোড়ের পাশের নয়ানজুলিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই জনৈক ব্যক্তির নাম গঙ্গা ঘোষ, বয়স আনুমানিক ৩৮বছর । সে কখনও হোটেলে তো কখনও গাড়িতে দিনমজুরের কাজ করতো। তার বাড়িতে নাবালক দুই ছেলে সহ তার স্ত্রী ও বিধবা মা রয়েছে। ভাই কর্মসুত্রে ভিন রাজ্যে রয়েছে। মৃত ব্যক্তির পরিবার সুত্রে জানা গেছে, সে গতকাল সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বের হয় তার কোন বন্ধুর সাথে দেখা করার উদ্দেশ্যে। এরপরে দুপুর নাগাদ তার বাড়ির সকলেই তার বোনের বাড়িতে মনসা গান শুনতে যায়। CONTINUE READING

    সঙ্গীত জগতের কিংবন্তি ত্রয়ী শিল্পিদের স্মরণে নিষ্ঠার সাতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো।

    Medinipur city মেদিনীপুর শহরের স্পোর্টসম্যান রিক্রেয়েশন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

    Bangladesh- India বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ১১টি চেকপোস্টে ফের ইমিগ্রেশন কার্যক্রম চালু করা হয়েছে।

    TIEER এর উদ্যোগে পরিবেশ গবেষণা ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার আয়োজন মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে।

    Sahid dibas ২১ জুলাই এর শহীদ সভাকে সফল করতে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক কমিটির তৈরী ব্যানার ও ফেস্টুন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments